সোমবার , সেপ্টেম্বর 8 2025
Breaking News

Alipurduar: পাচারের আগেই উদ্ধার প্রচুর চোরাই কাঠ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পাচারের আগেই উদ্ধার প্রচুর চোরাই কাঠ সাউথ রায়ডাক রেঞ্জের উত্তর (Alipurduar) রামপুর এলাকা থেকে প্রচুর পরিমান চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা। এমনটাই জানা গেছে বনকর্মীদের কাছ থেকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয় উত্তর রামপুর এলাকায়। বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে প্রায় আশি সিএফটি মিঞ্জিরি কাঠ উদ্ধার করতে পেড়েছেন তারা। বক্সার জঙ্গল থেকে গাছ কেটে গাড়িতে করে ভিন জেলায় পাচার করার জন্য গোলাই গুলি জমা করা হয়েছিল। ‌ বক্সা ব্যাঘ্র প্রকল্পের রামপুর, নরপুর, ময়নাবাড়ী, চুনিয়া, কার্তিকা এলাকা থেকে প্রতিনিয়তই গাড়িতে করে কাঠ পাচার করা হয়। বিষয়টি জানা আছে বনদপ্তরের অনেক কর্মকর্তার। ‌একদিকে কর্মীর অভাব অন্যদিকে কর্মীদের অনীহার ফলে কাঠ পাচারকারীরা অনেকটাই সক্রিয় ওইসব এলাকায়। এদিন ছিপড়া বিটের বিট অফিসার সুজিত বর্মনের নেতৃত্বে কাঠ গুলি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।