বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প (Alipurduar) পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা শনিবার সকালে গোপন সুত্রে খবর পান অসম থেকে চা পাতার বস্তার আড়ালে লুকিয়ে একটি কন্টেনারে করে উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছে বহুমূল্য বার্মা টিক কাঠ। খবর পেয়ে ভল্কা রেঞ্জের রেঞ্জার এর নেতৃত্বে বন কর্মীরা সাতাশ নম্বর জাতীয় সড়কে ওঁত পাতেন। অসম বাংলা সীমানা পেরিয়ে উত্তর প্রদেশের রেজিষ্ট্রেশন নম্বর যুক্ত কন্টেনারটি বারোবিশা শান্তিবন রিসর্টের কাছে আসতেই বন কর্মীরা কন্টেনারটিকে আটক করে তল্লাশী চালান। কন্টেনারে বোঝাই বেশ কয়েকটি চা পাতার বস্তা সরাতেই বেরিয়ে আসে বহুমূল্য বার্মা টিক কাঠ। বন কর্মীরা যখন তল্লাশীতে ব্যস্ত সে সময় সুযোগ বুঝে কন্টেনার এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন কর্মীরা কাঠ সহ কন্টেনারটিকে ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। রেঞ্জার প্রভাত বরত্মন জানান কাঠ সহ কন্টেনারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছশো ঘন ফুট বহুমুল্য বার্মা টিক কাঠ যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা। পলাতক চালকের খোঁজে তল্লাশী চলছে বলেও জানান রেঞ্জার।
Alipurduar: পাচারের পথে উদ্ধার কুড়ি লক্ষ টাকার বার্মা টিক কাঠ,বাজেয়াপ্ত কন্টেনার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper