আলিপুরদুয়ার (Alipurduar) পৌরসভার স্বাস্থ্য ও কনসারভেন্সি বিভাগের উদ্যোগে শনিবার আয়োজিত হলো ডেঙ্গু পর্যবেক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা (Alipurduar) আলিপুরদুয়ার এর পৌরপতি প্রসেনজিৎ কর জানান মারন রোগ ডেঙ্গু সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে পৌর এলাকায় ট্যাবলো সহ একটি সচেয়তনতামূলক র্যালি আয়োজিত হয়। র্যালির পর আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে জন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌরসভার জন স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা ডেঙ্গু প্রতিরোধে কি কি করনীয় সেসব বিষয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার উপ পৌরপতি মাম্পি অধিকারী, নির্বাচিত পৌরপিতা গন, স্বাস্থ্যকর্মীগন সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকগন।
Alipurduar: আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু পর্যবেক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার