আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চাপরেরপার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চারটি বুথের ছট পুজো ব্রতীদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ কুমার দাস। তিনি জানান আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সমস্ত ছট পুজোর ব্রতীদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহায়তা প্রদান করা হবে। ছট ব্রতীরা এই উদ্যোগে খুশী।
Alipurduar: ছট পুজো উপলক্ষ্যে ছট ব্রতীদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper