আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চিকলিগুড়ি বাজার থেকে চেপানী পর্যন্ত রাস্তায় রায়ডাক এক নম্বর নদীর উপর সেতু নির্মানের দাবিতে পথ অবরোধ করেন এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে চিকলিগুড়ি চৌপথিতে কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ার রাজ্য সড়কে এই অবরোধ চলে বেলা একটা পর্যন্ত। রাস্তার দুদিকেই দাঁড়িয়ে যায় প্রচুর যানবাহন। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়া সহ সাধারন মানুষ।খবর পেয়ে ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মীরা অবরোধ স্থলে আসেন কিন্তু অবরোধকারীরা জানান উচ্চপদস্থ কর্তারা এসে সেতু নির্মানের আস্বাস দিলেই তারা অবরোধ তুলে নেবেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা মিথ্যা প্রতিশ্রুতির শিকার হচ্ছেন। সময়ে সময়ে রাজনৈতিক নেতারা আসেন এবং সেতু নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু সেতু নির্মান হয়না। তাই তারা পথ অবরোধ করেছেন। শেষ পর্যন্ত অবরোধস্থলে আসেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও চীরঞ্জিত সরকার, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য এবং আলিপুরদুয়ার জেলা পরিষদের বাস্তুকার। তারা এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে জেলা পরিষদের বাস্তুকারকে সাথে নিয়ে সেতু নির্মানের মাপজোক করে অবরোধকারীদের আশ্বস্ত করেন দ্রুত সেতু নির্মানের পদক্ষেপ গ্রহন করা হবে। এই আস্বাস পেয়ে বেলা একটায় অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
Alipurduar: সেতুর দাবিতে পথ অবরোধ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার