ভারতবর্ষ স্বাধীন ( Alipurduar) হওয়ার পর ৭৮ বছর কেটে গেছে কিন্তু এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বানিয়া গাঁও এলাকার বিভিন্ন রাস্তায় এমনটাই দেখা গেল ওই এলাকায় গিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। আদিবাসী প্রবন এলাকা। ফলে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তেমনভাবে ওই এলাকায় উন্নয়নের নজর দেন না। আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বানিয়াগাঁও এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। স্বাধীনতার পর এই রাস্তায় কোনদিন কোন কাজ হয়নি। এলাকার বাসিন্দারা একসময় নিজেরাই জমি থেকে মাটি কেটে রাস্তা সংস্কার করেছেন। বানিয়াগাও মাঠ থেকে ফসল তুলে বাড়ি নিয়ে যাবার একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাঠে কয়েকশো বিঘা জমি রয়েছে। যদিও শামুকতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বীকার করেছেন ওই এলাকায় কোন উন্নয়ন হয়নি তবে এলাকার উন্নয়নে ব্যবস্থা তারা করবেন। উল্লেখ্য ওই এলাকায় আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গামালিয়ান হাঁসদা তেমন কোনো উন্নয়ন করতে পারেননি গত সাত বছরে জনগণের ভোটে জয়ী হয়েও।
Alipurduar: স্বাধীনতার ৭৮ বছর পরেও উন্নয়ন হয়নি বানিয়াগাঁও এলাকায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার