সরকারি আবাস যোজনা নিয়ে (Alipurduar) প্রশাসনিক বৈঠক হলো আলিপুরদুয়ারে। সোমবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার কনফারেন্স হলে বিকেল ৪ টা থেকে দেড় ঘন্টা এই বৈঠক আয়োজিত হয়। জানা গেছে সরকারি আবাস যোজনার কেন্দ্রের বরাদ্ধ আটকে দেওয়ার ফলে সমস্যায় ছিলেন প্রচুর নাগরিক। সেই ঘটনায় লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বরাদ্দ থেকেই সরকারি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার ঘোষণা করেন। নির্বাচনের পর সেই টাকা প্রদান করা হবে বলে জানিয়েছিলেন তিনি। জেলায় মাদারিহাট বিধানসভা উপনির্বাচন মিটতেই গতকাল থেকে জেলার সর্বস্তরের নাগরিকদের সরকারি ঘর পাইয়ে দিতে সার্ভে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত সেই সার্ভে রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠাবে জেলা প্রশাসন। এদিন সেই ঘটনায় প্রশাসনিক আধিকারিক এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা সমাহার্তা বিমলা রঙ্গোনাথন, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সভাধিপতি স্নিধা শৈব, সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায়, মহকুমা শাসক দেবব্রত রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
Alipurduar: সরকারি আবাস যোজনার প্রকল্প নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় বৈঠক করলেন জেলা শাসক আর বিমলা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার