Breaking News

Alipurduar: সাত মিলিমিটার পিস্তল সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সাত মিলিমিটার পিস্তল সহ গ্রেপ্তার একআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের অধীন জয়গাঁ থানার পুলিশ রবিবার সুমন তামাং ওরফে পাটুং (৩৩)নামে এক ব্যক্তিকে একটি সাত মিলিমিটার পিস্তল, একটি ম্যগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। জানা গেছে ধৃত জয়গাঁ থানার অন্তর্গত দারাগাও সুমসুমি বাজার এলাকার বাসিন্দা, তার পিতার নাম রামগোপাল তামাং। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কোথা থেকে কি উদ্দ্যেশ্যে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে এসব তথ্য উদ্ধারের জন্য পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।