চা বাগানের কর্মীরা আনন্দে ছিলেন রাত পোহালেই তারা হাতে পাবেন মাসিক বেতনের টাকা। কিন্তু বিধি বাম, বুধবার সকালে তারা কাজে যাবার হুইশেল না শুনতে পেয়ে ফ্যাক্টরির সামনে গিয়ে দেখেন চা বাগানের অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। তাদের বুঝতে বাকী রইলোনা যে তাদের জীবনটাকে অন্ধকার করে দিয়ে মঙ্গলবার গভীর রাতে বাগান ছেড়ে চলে গিয়েছেন মালিকপক্ষের লোকজন। মাথায় আকাশ ভেঙে পরলো চা বাগানের কর্মীদের। এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগানে। গত বছর ডিসেম্বর মাসেও এই চা বাগানের মালিক পক্ষ এভাবে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছিলেন বলে জানান কর্মীরা। বছর শেষে মালিক পক্ষের চলে যাওয়া চা বাগান শ্রমিকদের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে। সামনেই বড়দিন এবং ইংরাজি নববর্ষ, এই দুই উৎসব শ্রমিক পরিবারগুলিতে কাটবে একরাশ আঁধারে। সকালে খবরটা ছড়িয়ে পড়তেই শ্রমিকরা একে একে এসে ভীড় জমান বাগানের ফ্যাক্টরির সামনে। সকলের মুখে বিষন্নতার ছাপ। একরাশ হতাশা গ্রাস করে ফেলেছে শ্রমিকদের। তারা দাবী করতে থাকেন রাজ্য সরকার চা বাগানটি অধিগ্রহন করুক অথবা নতুন কোনো মালিককে চা বাগান হস্তান্তর এর ব্যবস্থা করুক। সিটু নেতা বিদ্যুৎ গুন বলেন সম্পূর্ণ অনৈতিক ভাবে মালিক পক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে, আইন মাফিক তাদের শাস্তি পাওয়া উচিৎ। তৃণমূল নেতা লিয়স কুজুর খবর পেয়ে চা বাগানে যান এবং শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি জানান সমস্ত বিষয় জানিয়ে তিনি রাজ্য সরকারকে রিপোর্ট করবেন। রাজ্য সরকার যাতে এই শ্রমিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন সেই আবেদন ও রাখবেন।
Alipurduar: কোনো নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে বাগান ছাড়লেন কর্তৃপক্ষ, বিপাকে বারোশো শ্রমিক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper