Breaking News

Alipurduar: বন্ধ কোহিনূর চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বন্ধ কোহিনূর চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান 
alipurduar-the-government-grant-was-handed-over-to-the-workers-of-the-closed-kohinoor-tea-garden-west-bengal-india-ei-yugআলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বন্ধ কোহিনূর চা বাগানের শ্রমিকদের হাতে শুক্রবার তুলে দেওয়া হলো রাজ্য সরকার এর অনুদান। উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, সমাজসেবী তথা শ্রমিক নেতা লিয়স কুজুর সহ অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য চলতি মাসের সাত তারিখ ছিলো বাগানের শ্রমিকদের মাসিক বেতন প্রদানের দিন। কিন্তু ছয় তারিখ রাতের অন্ধকারে শ্রমিকদের বেতন না দিয়ে বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায় মালিক পক্ষের লোকজন। বেতন না পেয়ে শ্রমিকরা পড়েন বিপাকে। সামনেই বড়দিন এবং ইংরাজি নববর্ষ উৎসব এর আনন্দ ফিকে হয়ে যায় শ্রমিকদের পরিবারগুলিতে। তারা দাবী জানান বন্ধ শিল্পের শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে অনুদান দিয়ে থাকেন তা যেন তাদের দেওয়া হয়। শ্রমিকদের দাবী মেনেই এদিন দুইশো চল্লিশ টাকা করে আটশো শ্রমিককে সরকারি অনুদান প্রদান করা হয়। পরবর্তীতে ফের তাদের এই সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে এই অনুদান হাতে পেয়ে খুশী শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।