আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে ও মাদারীহাট ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনায় বুধবার মাদারীহাট কমিউনিটি হলে আয়োজিত হলো এক কর্মীসভা। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, দলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও অন্যান্য নেতৃত্ব। প্রকাশ চিক বরাইক জানান এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা তৃণমুল কর্মীরা কিভাবে প্রচার করবেন সেসব রণকৌশল স্থির করার লক্ষ্যে আলোচনা হয়েছে।
Alipurduar TMC: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সভা মহিলা তৃণমূল কংগ্রেসের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper