Breaking News

Alipurduar: তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দলে যোগদানকারী বিজেপি বিধায়ক কে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দলে যোগদানকারী বিজেপি বিধায়ক কেআলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল রবিবার কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রীটের কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দেন। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারে পৌঁছালে নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূল কর্মীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে যান। সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেন জেলা তৃনমূল নেতৃত্ব। সম্বর্ধনা গ্রহনের পর বিধায়ক সুমন কাঞ্জিলাল সাংবাদিক সম্মেলন করে জানান বিজেপিতে থেকে তিনি সাধারন মানুষের জন্য কাজ করতে পারছিলেননা কারন বিজেপি উন্নয়নের কথা বলেনা, বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে। সাধআরন মানুষের উন্নয়ন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেসকল কর্মসূচি গ্রহন করেছেন সেই কর্মযজ্ঞে সামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।