আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের তাসাটি চা বাগানের বীরসা মুন্ডা চকে বীর বীরসা মুন্ডার একটি পূর্ণাবয়ব মূর্তির মতো উন্মোচিত হল রবিবার। পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী কল্যান দপ্তর, তাসাটি চা বাগান বীর বীরসা মুন্ডা ক্লাব ও আর পি এস পি এস বি র উদ্যোগে এই মুর্তিটি স্থাপিত হয়। বীর বীরসা মুন্ডা জন্ম জয়ন্তী মহোৎসব উপলক্ষ্যে মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, সি আর ডিসি চেয়ারম্যান সুবাস রায়, সমাজসেবী সঞ্জয় দাস, ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার সহ বিশিষ্টজনেরা।
Alipurduar: তাসাটি চা বাগানে বীর বীরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির আবরন উন্মোচন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার