শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকান

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকানসোমবার (Alipurduar) সকালে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিডিও অফিসের বিপরীত দিকে রাস্তার পাশে দুটি দোকান এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দোকান দুটির একটি হলো প্যাথলজিক্যাল ল্যাবরেটরি অপরটি চুল দাঁড়ি কাটার সেলুন।জানা গেছে প্যাথ ল্যাবরেটরির মালিক চঞ্চল সূত্রধর এদিন সকাল সাতটা নাগাদ দোকান খুলে একজনের রক্তের নমুনা সংগ্রহ করার জন্য দোকান থেকে কিছুটা দূরে তার বাড়িতে যান। সেখানেই তিনি মোবাইলে খবর পান তার ল্যাবে আগুন লেগেছে। আগুন দেখে স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান ও খবর দেন বীরপাড়া দমকল কেন্দ্রে। খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্রের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যান ও আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে আনেন। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ল্যাবরেটরি ও প্রকাশ শীলের চুল দাঁড়ি কাটার সেলুন। আগুনের কারন জানা যায়নি। দমকল কর্মীরা ও মাদারীহাট থানার পুলিশ আগুনের কারন জানতে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।