বারো দফা দাবিতে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শ্রী নাথপুর চা বাগানে শ্রমিক বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেবার আগে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিক্ষোভ প্রদর্শন শেষে চা বাগানের ম্যানেজারের হাতে তাদের দাবিপত্র প্রদান করেন। বিক্ষোভকারীদের পক্ষে অমিত মঙ্গর জানান তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল চা বাগানে ফ্যাক্টরি নির্মান, সঠিকভাবে ক্রেশ পরিচালনা, নতুন সাব স্টাফ ও চা শ্রমিকদের আবাসন মেরামতি, বকেয়া পি এফ ও গ্র্যাচুইটির টাকা পরিশোধ করা, শ্রমিক মহল্লায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা, এম্বুল্যান্স পরিষেবা চালু করা। দাবিগুলি দ্রুত পূরন না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও তিনি জানান। চা বাগানের ম্যানেজার দাবিপত্র গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: বারো দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ শ্রীনাথপুর চা বাগানে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার