Breaking News

Amrit Bharat Station: নিউ জলপাইগুড়ি স্টেশনে অমৃত ভারত প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শনে সাংসদ ও বিধায়ক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Amrit Bharat Station: নিউ জলপাইগুড়ি স্টেশনে অমৃত ভারত প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শনে সাংসদ ও বিধায়কউত্তর পূর্ব সীমান্ত রেলের অত্যন্ত (Amrit Bharat Station) গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি স্টেশনটিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অমৃত ভারত প্রকল্পে নির্মান কাজ চলছে। এই নির্মান কাজের অগ্রগতি ও হাল হকিকত পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় ও ডাবগ্রামের বিধায়ক শিখা চ্যাটার্জি। সাংসদ পরিদর্শনের পর জানান বর্ষার জন্য কাজের গতি কিছুটা ব্যাহত হলেও সার্বিক অগ্রগতি সন্তোষজনক। তিনি আরও জানান কাজে নিযুক্ত ইঞ্জিনিয়াররা তাকে জানিয়েছেন আগামী বছরের মার্চ মাসের মধ্যে সার্বিক কাজ শেষ হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনটি নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে তারা আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।