রাজ্যের অন্যান্য জেলার মতন হাওড়াতেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস। তারই অংশ হিসেবে এদিন বিকালে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এক প্রদর্শনী ফুটবল ম্যাচের । অরূপ রায় একাদশ বনাম হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশ মধ্যে খেলা হয় । যাতে ট্রাইবেকারে জয় লাভ করে ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের একাদশ । তবে উক্ত খেলা উপলক্ষে চাঁদের হাট নেমেছিল হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে । সুব্রত ভট্টাচার্য প্রশান্ত ব্যানার্জি কৃষ্ণেন্দু রায় অলক মুখার্জি, শিশির ঘোষ জহর সাহা সহ এক ঝাঁক তারকা । এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় বিধায়ক কল্যাণ ঘোষ গৌতম চৌধুরী রানা চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা । মন্ত্রী অরূপ রায় জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে গত বছর থেকে রাজ্যে শুরু হয়েছে খেলা হবে দিবস । তারই অংশ হিসেবে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয় । একই সঙ্গে ফিফার তরফ থেকে আইএফএ কে সাসপেন্ড করার প্রসঙ্গে তিনি বলেন, শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেই তিনি আশা করেন, তবে এ বিষয়ে কেন্দ্র সরকারের ক্রীড়া দপ্তরের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল । একইসঙ্গে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, সিপিএমও একটা সময় এধরনের ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে লড়াই করতো, তারা বাংলা থেকে উৎখাত হয়েছে । বিজেপিও তাই হবে, বাংলার মানুষ এর জবাব দেবে ।
Khela Hobe Diwas Howrah: হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে খেলা হবে দিবস পালনে প্রদর্শনী ফুটবল ম্যাচ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া