Breaking News

Khela Hobe Diwas Howrah: হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে খেলা হবে দিবস পালনে প্রদর্শনী ফুটবল ম্যাচ

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Khela Hobe Diwas Howrah: হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে খেলা হবে দিবস পালনে প্রদর্শনী ফুটবল ম্যাচরাজ্যের অন্যান্য জেলার মতন হাওড়াতেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস। তারই অংশ হিসেবে এদিন বিকালে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এক প্রদর্শনী ফুটবল ম্যাচের । অরূপ রায় একাদশ বনাম হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশ মধ্যে খেলা হয় । যাতে ট্রাইবেকারে জয় লাভ করে ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের একাদশ । তবে উক্ত খেলা উপলক্ষে চাঁদের হাট নেমেছিল হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে । সুব্রত ভট্টাচার্য প্রশান্ত ব্যানার্জি কৃষ্ণেন্দু রায় অলক মুখার্জি, শিশির ঘোষ জহর সাহা সহ এক ঝাঁক তারকা । এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় বিধায়ক কল্যাণ ঘোষ গৌতম চৌধুরী রানা চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা । মন্ত্রী অরূপ রায় জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে গত বছর থেকে রাজ্যে শুরু হয়েছে খেলা হবে দিবস । তারই অংশ হিসেবে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয় । একই সঙ্গে ফিফার তরফ থেকে আইএফএ কে সাসপেন্ড করার প্রসঙ্গে তিনি বলেন, শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেই তিনি আশা করেন, তবে এ বিষয়ে কেন্দ্র সরকারের ক্রীড়া দপ্তরের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল । একইসঙ্গে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, সিপিএমও একটা সময় এধরনের ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে লড়াই করতো, তারা বাংলা থেকে উৎখাত হয়েছে । বিজেপিও তাই হবে, বাংলার মানুষ এর জবাব দেবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।