বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছিল। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছিল আরিয়ানের বিরুদ্ধে। সেই ক্রুজ পার্টি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিল বাদশার বড় ছেলের জীবন। বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই সেসময় দিন কেটেছে আরিয়ানের। বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের এই মাদক মামলা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। সম্প্রতি সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন আরিয়ান। তবে তারপরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না আরিয়ান খানের। এই বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বড়সড় বোমা ফাটালেন বলি অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।ছোটবেলার বন্ধু আরিয়ান খানকে মিথ্যাবাদী বললেন অনন্যা পান্ডে। কিন্তু কেন তিনি এমন কথা বললেন তা নিয়ে বাড়ছে জল্পনা। বলি অভিনেত্রী অনন্যা পান্ডে জানিয়েছেন,ছোটবেলার বন্ধু হলেও ২০১৯ সাল থেকে আরিয়ানের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে তাদের কথা হতো। ২০২১ সালে আরিয়ান এনসিবি-র কাছে স্টেটমেন্ট দিয়েছিল যে আমি এবং আমার বোন ছোট বয়স থেকেই মাদকের সঙ্গে যুক্ত। অনন্যার ছোট বোনও একবার গাঁজা নিয়ে হাতেনাতে ধরা পড়েছিল। যদিও অনন্যা এই বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন।অনন্যা পান্ডে আরও বলেছেন, আমি কোনওদিনই কাউকে মাদক বা নিষিদ্ধ দ্রব্য নেওয়ার প্রস্তাব দিইনি। এমনকী আমি কখনও কাউকে মাদকও কিনে দিইনি। এছাড়া মাদকের জন্য টাকাও দেওয়া-নেওয়া করিনি। কোনও মাদক ব্যবসায়ীর সঙ্গে আমার যোগাযোগ নেই। তবে বোন ২০২০ সাল পর্যন্ত ধূমপানের সঙ্গে জড়িত থাকলেও কোনওদিনও মাদক নেয়নি। আমি নিজেও কোনওদিন মাদক বা নিষিদ্ধ দ্রব্য সেবন করিনি। তবে মাঝেমধ্যে সিগারেট খাই। আবার কোনও পার্টিতে গেলে ওয়াইন বা বিয়ারও পান করি। তবে মাদক কোনওদিনই নিই নি।মাদক কান্ডে আরিয়ান খানের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যা পান্ডেরও। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অনন্যার সঙ্গে মাদক নিয়ে চ্যাট ফাঁস হতেই অনন্যার বাড়ি তল্লাশি চালিয়েছিল এনসিবি। প্রায় তিন ঘন্টা এনসিবি-র জেরার মুখে পড়েছিলেন বলি অভিনেত্রী।তাদের সম্পর্ক যে এখন আর আগের মত নেই সেটা নিয়ে কোন সন্দেহ নেই I নায়িকার অনুরাগীরা এখন অপেক্ষায় আরো নতুন নাটকের I মঞ্চ কিন্তু প্রস্তুত I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper