জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি ওরফে অন্বেষা হাজরা সবে অভিনয় কেরিয়ার শুরু করলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে । ঊর্মি-সাত্যকি অর্থাৎ অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি খুব পছন্দ করেন দর্শকরা। তাই তো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি দিলে তা ভাইরাল হয় নিমেষে।সম্প্রতি স্পোর্টস ব্রা আর ট্রাউজার্সে মিরর সেলফি পোস্ট করেছেন অন্বেষা। ধারাবাহিকে তাঁকে শাড়ি আর চুরিদারে দেখা মিললেও, এই লুক একেবারে নতুন। অভিনেত্রীর এই ছবি দেখে চোখ যেন ফেরানো যাচ্ছে না। নো মেকআপ লুক, যতদূর সম্ভব এক্সারসাইজের পরই ছবিটা তুলেছেন অভিনেত্রী। অন্বেষআর এই ছবি দেখে কেউ কেউ আপত্তিও তুলেছেন I তাঁদের দাবি,ঊর্মিকে এরকমভাবে দেখতে ভালো লাগে না তাঁদের । অনেকে তো আবার আনফলো করে দেওয়ার ভয়ও দেখিয়েছেন অভিনেত্রী কে I তবে অনেক ভক্তরা আবার প্রশংসাও করেছে তার এই ছবির I তাদের মতে অভিনেত্রীর এই নতুন লুক তাকে আরো সুন্দর করে তুলেছে I তবে অন্বেষআর এই ছবি যে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তুলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper