Breaking News

Alipurduar: অসম থেকে দুটি মোটরচালিত ভ্যানে করে পাচার করা হচ্ছিলো সেগুন কাঠ, বাজেয়াপ্ত করলেন বন কর্মীরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অসম থেকে দুটি মোটরচালিত ভ্যানে করে পাচার করা হচ্ছিলো সেগুন কাঠ, বাজেয়াপ্ত করলেন বন কর্মীরা বন দপ্তরের (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার বিকালে সাতাশ এক অভিযান চালিয়ে সেগুন কাঠ বোঝাই দুটি মোটরচালিত ভ্যান আটক করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে সেগুনকাঠ গুলি মিজোরাম থেকে ট্রাকে করে অসমে আনা হয়। অসম থেকে কাঠগুলি মোটরচালিত ভ্যানে করে পশ্চিমবঙ্গে পাচার করার ছক কষেছিলো পাচারকারীরা। খবর পেয়ে বন কর্মীরা বারোবিশায় একটি বেসরকারি রিসর্টের সামনে সাতাশ নম্বর জাতীয় সড়কে ভ্যান দুটি আটক করে। জানা গেছে ভ্যান চালকরা দাবি করে তাদের কাছে কাঠ পরিবহনের কাগজপত্র আছে। কিন্তু রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান কাগজ গুলি পরীক্ষা করে সেগুলি সঠিক কাগজ না হওয়াতে ভ্যান সহ কাঠ গুলি বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা কাঠের পরিমান ষাট ঘনফুট, আনুমানিক বাজারদর দুলক্ষাধিক টাকা বলে জানান রেঞ্জার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।