Breaking News

Kolkata: অভিনব কায়দায় প্রতারণা ,চারচাকা গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে ব্লু বুক নকল করে বাইকে ব্যবহার

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

Kolkata: অভিনব কায়দায় প্রতারণা ,চারচাকা গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে ব্লু বুক নকল করে বাইকে ব্যবহারঅভিনব কায়দায় প্রতারণা (kolkata)। চারচাকা গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে ব্লু বুক নকল করে বাইকে ব্যবহার। গ্রেফতার এক যুবক। বাজেয়াপ্ত হয়েছে বাইকটি।পুলিশ সূত্রে খবর, গত ৪ তারিখ রাতে রাজারহাট মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি বাইককে আটক করে পুলিশ। অনলাইনে জরিমানা করা হয়। সঙ্গে-সঙ্গে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে লিঙ্কে থাকা ফোনে জরিমানার তথ্য সহ মেসেজ যায়।ঘটনাচক্রে ওই নম্বরটি আদতে দীপাঞ্জন কর নামের এক ব্যক্তির। তাঁর আবার রয়েছে চার চাকা মারুতি গাড়ি। যে সময় জরিমানার মেসেজ যায় দীপাঞ্জনবাবুর কাছে, সেই সময় তাঁক গাড়ি ওই মুহূর্তে সারাইয়ের জন্য ছিল গ্যারাজে। ফলে জরিমানার মেসেজ ঢুকতেই হকচকিত হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি দীপাঞ্জনবাবু রাজারহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বাইকটি আটক করে রাজারহাট থানার পুলিশ।তদন্তে নেমে দেখা যায় মারুতি গাড়িটি বারাসত আরটিও থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। আবার এই বাইকের নম্বারটি ওই একই নম্বরের। তাঁর একটি ব্লু বুকও রয়েছে। বাইকের মালিকের নাম ভাস্করত কৃষ্ণ মণ্ডল। তিনি শাসন এলাকার বাসিন্দা। এর পিছনে কোনও চক্রও কাজ করছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে তারা ব্লু বুক পেল, আরটিও থেকে কোনও রকম জালিয়াতি তারা করেছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।