Breaking News

Alipurduar: রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের ভাবনা এলাকাবাসীর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের উত্তর পানিয়ালগুড়ি গারোবস্তি এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল।(Alipurduar) এলাকাবাসী জানান বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারে এসে সব দলের প্রার্থীরা রাস্তার বেহাল দশা দেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশ করলে রাস্তা সারাই করে দেবেন।Alipurduar: রাস্তার বেহাল দশা, ভোট বয়কটের ভাবনা এলাকাবাসীর

(Alipurduar) এলাকাবাসীর অভিযোগ যিনি নির্বাচনে পাশ করেছেন তার দেখা এলাকায় পাওয়া যায়নি এই পাঁচ বছরে। ফের পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পাঁচ বছরে রাস্তাটি সারাই করার জন্য ব্লক প্রশাসন থেকে গ্রাম পঞ্চায়েত সর্বত্র বারবার আবেদন জানিয়েও কাজ হয়নি বলে জানান তারা। এলাকাবাসী আরও জানান রাস্তাটির এমনই দুর্দশা যে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর। এলাকার বাসিন্দারা জানান রাস্তা সারাই না হলে তারা ভোট বয়কটের চিন্তাভাবনা করছেন। এ বিষয়ে মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান গ্রাম পঞ্চায়েতের আর্থিক সঙ্গতি নেই রাস্তা সংস্কার করার। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে আবেদন জানানো হয়েছে রাস্তা সংস্কার করার জন্য। পঞ্চায়েত সমিতি রাস্তা সংস্কার করবে বলে আস্বাস দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।