পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আজ বিকেলে হাওড়ার উদ্দেশ্যে পুরী ছেড়েছে এবং বিকেল সাড়ে ৪টার দিকে ভদ্রক স্টেশনের আগে বৈতরণী নদীর উপর দিয়ে ট্রেনটি দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হয়েছে।
(Vande Bharat Express) সূত্রের কথা যদি বিশ্বাস করা হয়, আজ এই এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল, এবং বাদ পড়ে যার জেরে গাছের ডাল পড়ে রেলের ওভারহেড ওয়্যার ভেঙ্গে গিয়েছে, এছাড়াও কিছু সমস্যা দেখা দিয়েছে। প্যান্টোগ্রাফ, রেক বিদ্যুৎ সরবরাহ না থাকায় গত ১ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে যানবাহন। অপরদিকে, সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে টাওয়ার ওয়াগন পাঠানো হয়েছে এবং দ্রুত গতিতে কাজ চলছে। ট্রেন এখনও সেখানে দাঁড়িয়ে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করে ট্রেনটিকে হাওড়ায় পাঠানো হবে। সম্ভবত ট্রেনে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ট্রেনের এসি কাজ বন্ধ করে দিয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper