হেলিকপ্টারে চেপে (C V Ananda Bose) বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । আজ শুক্রবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ তিনি হেলিকপ্টারে চড়েন। বাঁকুড়া থেকে ফের তিনি হেলিকপ্টারে চেপে অন্ডালে যাবেন অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে। আজ বিকেলে তার কলকাতায় ফেরার কথা।
C V Ananda Bose: বাঁকুড়া সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper