নিজের মা নেই তাই বয়োজ্যেষ্ঠ (Mamata Banerjee) মহিলার বাড়ি গিয়ে চা খেয়ে গল্প করলেন বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। (Mamata Banerjee)মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।
(Mamata Banerjee)রবিবার আলিপুরদুয়ারে পরিষেবা প্রদান কর্মসূচি থেকে প্রশাসনিক সভা সেরে বানারহাটে পৌঁছেই চিরাচরিত কায়দায় মানুষের সঙ্গে মিশে যান তিনি।এদিন বেলা ২টা নাগাদ মুখ্যমন্ত্রী বানারহাট উচ্চবিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন। সেখান থেকে বানারহাট আদর্শপল্লির শীতলামন্দিরে পুজো দিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দের শীতবস্ত্র , ছোটদের হাতে বিস্কুট ও খেলনা তুলে দেন। এরপরই সটান রাস্তার ধারে এক বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেই বাড়ির এক বৃদ্ধা মহিলাকে দেখে বলেন, ‘আপনি তো মায়ের মতো।’ নিজেই বাড়ির সব ঘর ঘুরে দেখে চা খাওয়ার আবদার জানান। বাড়ির বিছানায় বসে সকলের সঙ্গে জমিয়ে চা খান মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ির মেয়ে-বউরা মুখ্যমন্ত্রীকে এভাবে আপনজনের মতো কাছে পেয়ে আপ্লুত।শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমার মা নেই। তাই আমি এক বয়োজ্যেষ্ঠ মহিলার বাড়ি গিয়েছিলাম। আমার সকলের সঙ্গে মিশতে ভালো লাগে।’