টানা পাঁচ বছর ধরে বন্ধ ইছাপুর নবাবগঞ্জ ফেরিঘাট। হুগলির তেলেনিপাড়া ঘাটে ২০১৮ সালে নৌকাডুবির পর থেকে ফেরি চলাচল বন্ধ ওই ফেরিঘাটে। অবশেষে উত্তর ব্যারাকপুর পুরসভার অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জ ফেরিঘাটে পরিবহন দপ্তরের দপ্তরের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে নতুন জেটি। তবুও ফেরি সার্ভিস চালু না হওয়ায় বসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বন্ধ ফেরিঘাট চালুর দাবিতে মঙ্গলবার বিজেপির নোয়াপাড়া মন্ডল-২ এর পক্ষ থেকে ঘাটে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীদের দাবি, মানুষের দুর্দশা মোচনে অবিলম্বে এই ঘাটে ফেরি সার্ভিস চালু করতে হবে। যদিও পুরপ্রধান মলয় ঘোষের বক্তব্য, আগামীকাল মুখ্যমন্ত্রী রাজ্যের নয়টি জেটিঘাটের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তার মধ্যে রয়েছে ইছাপুরের নবাবগঞ্জ ও দেবীতলা ফেরিঘাট। তার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য বিজেপি এসব করছে।
Barrackpore: বন্ধ থাকা ইছাপুর নবাবগঞ্জ ফেরি সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ বিজেপির
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper