আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান সফল করার লক্ষ্যে রবিবার বিকেলে বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চার ডাকে নৈহাটি ও ব্যারাকপুরে মিছিল করা হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই নৈহাটির গরুরফাঁড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে রামকৃষ্ণ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে পা মেলালেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র ও জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি। ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানকে সামনে রেখে এদিন বিকেলে ব্যারাকপুর দেবপুকুর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ওয়ারলেশ মোড় পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, যুব নেতা কুন্দন সিং ও প্রাক্তন জেলা সভাপতি অহিন্দ্র নাথ বোস। তাছাড়া ব্যারাকপুর মনিরামপুর স্টেট ব্যাঙ্কের সামনে থেকে দাস রেডিও মোড় পর্যন্ত মিছিল করে বিজেপি। নৈহাটির মিছিলে যোগ দিয়ে রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, নবান্ন অভিযান করতে গিয়ে বাধা আসতে পারে। কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে মোকাবিলা করতে প্রস্তুত আছি।
Barrackpore BJYM: নবান্ন অভিযান সফল করতে নৈহাটি ও ব্যারাকপুরে বিজেপির মিছিল
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর