শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশনে ২ নম্বর লাইনে ডাউন কৃষ্ণনগর লোকালের বগি আচমকা দুভাগে ভাগ হয়ে গেল। ট্রেনের অর্ধেক বগি ফেলে রেখে সামনের দিকে কিছুটা এগিয়ে থেমে গেল ট্রেনটি। বিকট শব্দে ভয় পেয়ে গিয়ে যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পড়েন। রবিবার বিকেল ৪-৫০ মিনিটে শ্যামনগর স্টেশনে এই বিপত্তির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়াররা এবং আর পি এফ। কিছুক্ষন বাদে ট্রেনটি অর্ধেক বগি নিয়েই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। দাঁড়িয়ে থাকা বগির বাকি অংশে ইঞ্জিনিয়াররা মেরামতি করেন। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে তেমন সমস্যা হয়নি। চার নম্বর লাইন দিয়ে শিয়ালদহগামী ডাউন ট্রেনগুলোকে পাশ করানো হয়। যাত্রীরা জানান, ট্রেনটি স্টেশন ছাড়তেই ঝাঁকুনি দিয়ে বগি দুভাগে ভাগ হয়ে যায়। দুই বগির মাঝে কাপলিং খুলেই এই ঘটনা।
Barrackpore: শ্যামনগর স্টেশনে ডাউন কৃষ্ণনগর লোকালের বগি আলাদা, আতঙ্কিত যাত্রীরা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper