চলতি বছরের গত ২৫ অক্টোবর সকালে কাঁকিনাড়া স্টেশন সন্নিহিত প্রেমচাঁদনগরে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয়েছিল নিখিল পাসোয়ান নামে এক বালকের। সেদিন পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধারও করেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর টনক নড়েছিল রেলপ্রশাসনের। শনিবার বেলায় কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেলগেটের মাঝে রেললাইনের ধারে জঙ্গলে লুকানো বোমার খোঁজে তল্লাশি চালায় শিয়ালদহ জিআরপি-র বম্ব ও ডগ স্কোয়াড। যদিও এদিন তল্লাশিতে কিছুই উদ্ধার হয়নি। রেলপুলিশের দাবি, রেললাইনের ধারে ঝোপঝাঁড়-জঙ্গলে বোমার খোঁজে তল্লাশি অভিযান জারি থাকবে।
Barrackpore: কাঁকিনাড়ায় রেললাইনের ধারে লুকিয়ে রাখা বোমার খোঁজে তল্লাশি জিআরপি-র বম্ব ও ডগ স্কোয়াডের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper