বৃহস্পতিবার , জুলাই 10 2025
Breaking News

Barrackpore: কাঁকিনাড়ায় রেললাইনের ধারে লুকিয়ে রাখা বোমার খোঁজে তল্লাশি জিআরপি-র বম্ব ও ডগ স্কোয়াডের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: কাঁকিনাড়ায় রেললাইনের ধারে লুকিয়ে রাখা বোমার খোঁজে তল্লাশি জিআরপি-র বম্ব ও ডগ স্কোয়াডের
barrackpore-grp-bomb-and-dog-squad-search-for-bomb-hidden-along-railway-line-in-kankinara-west-bengal-india-ei-yugচলতি বছরের গত ২৫ অক্টোবর সকালে কাঁকিনাড়া স্টেশন সন্নিহিত প্রেমচাঁদনগরে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয়েছিল নিখিল পাসোয়ান নামে এক বালকের। সেদিন পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধারও করেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর টনক নড়েছিল রেলপ্রশাসনের। শনিবার বেলায় কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেলগেটের মাঝে রেললাইনের ধারে জঙ্গলে লুকানো বোমার খোঁজে তল্লাশি চালায় শিয়ালদহ জিআরপি-র বম্ব ও ডগ স্কোয়াড। যদিও এদিন তল্লাশিতে কিছুই উদ্ধার হয়নি। রেলপুলিশের দাবি, রেললাইনের ধারে ঝোপঝাঁড়-জঙ্গলে বোমার খোঁজে তল্লাশি অভিযান জারি থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।