Breaking News

Barrackpore: ব্যারাকপুর মোহনপুর মাঝেরপাড়ায় খুনের ঘটনার পুননির্মান করালো পুলিশ

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: ব্যারাকপুর মোহনপুর মাঝেরপাড়ায় খুনের ঘটনার পুননির্মান করালো পুলিশ
barrackpore-police-recreated-the-murder-incident-in-barrackpore-mohanpur-majerpara-west-bengal-india-ei-yugগত ২২ নভেম্বর বেলায় ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত বড় কাঁঠালিয়ার মাঝেরপাড়ার বাঁশবাগান সন্নিহিত খাল থেকে পুলিশ এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছিল। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মৃত যুবক টিটাগড় থানার ৬ নম্বর লেনের নতুনপল্লির বাসিন্দা। মৃতের নাম সুব্রত মণ্ডল ওরফে গোপাল। এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ তনু ভৌমিক, তাপস বারুই ও গোবিন্দ পাল নাম তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বেলায় মূল অভিযুক্ত তাপস বারুইকে পুলিশ ঘটনাস্থলে আনে। কিভাবে সুব্রতকে খুন করে খালে ফেলা হয়েছিল, তা দেখায় ধৃত তাপস। এরপর পুলিশ তাপসকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি পুকুর থেকে মৃতের মোটর বইটি উদ্ধার করেছে। যদিও খুনে ব্যবহৃত চপার এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।