মহালয়ার ভোরে ভাটপাড়ার রথতলা বাবু মিত্রের গলিতে বোমাবাজি দুষ্কৃতীদের। অভিযোগ, ওমনাথ গোন্ডের বাড়ির ছাদে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা। একটি বোমা ফেটে ছাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বোমা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, শনিবার বিকেলে বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে লাইটপোষ্টে একটি গুলি ছোড়ে। সেই গুলিতে ইলেট্রিকের তার ছিঁড়ে এক বৃদ্ধর গায়ে পড়ে। ইলেকট্রিক তারে প্যাস্টিকের তার মোড়া থাকায় ওই বৃদ্ধ প্রাণে বেঁচে যান। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ, ওই গলির একটি বাড়িতে জুয়ার ঠেক ঘিরেই বোমাবাজির ঘটনা। যদিও ভয়ে মুখ খুলতে নারাজ বাসিন্দারা। পুলিশ ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে।
Bhatpara: মহালয়ার ভোরে ভাটপাড়ার রথতলা বোমাবাজি, আতঙ্কে বাসিন্দারা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর