Breaking News

Naihati: শিবদাসপুর বোমা-গুলি কাণ্ডে ধৃত ৩

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Naihati: শিবদাসপুর বোমা-গুলি কাণ্ডে ধৃত ৩   নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর গ্রামে বোমা-গুলি কাণ্ডে ধৃত তিন দুষ্কৃতী। ধৃতদের নাম আশিবুর রহমান ওরফে বাচ্চা, ফারুক হোসেন ও তাপস দে ওরফে টুবাই। পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনা নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, কমবয়সী হলেও কুখ্যাত দুষ্কৃতী হয়ে উঠেছে বাচ্চা। এলাকায় মাদক বিক্রি এবং তোলাবাজির প্রতিবাদ করায় তৃণমূল কর্মী জাকির হোসেনকে খুন করেছে বাচ্চা ও তাঁর দলবল। প্রসঙ্গত, শনিবার রাতে পাড়ার চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল কর্মী জাকির হোসেন। তখনই বাচ্চা ও তাঁর দলবল অতর্কিতে হামলা হামলা চালায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।