Breaking News

শ্যামনগর কাউগাছির ব্রাহ্মনপাড়ায় একটি পরিত্যক্ত ঘর ছয়টি তাজা বোমা উদ্ধার

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: শ্যামনগর কাউগাছির ব্রাহ্মনপাড়ায় একটি পরিত্যক্ত ঘর ছয়টি তাজা বোমা উদ্ধার barrackpore-six-live-bombs-were-recovered-from-an-abandoned-house-in-brahmanpara-of-shyamnagar-kaugachi-india-eiyug-howrahশ্যামনগর কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মনপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে রবিবার সকালে ছয়টি তাজা বোমা উদ্ধার করলো বাসুদেবপুর থানার পুলিশ। এদিন সকালে স্থানীয়রা ভাঙাচুরা ঘরের এক কোনে বোমাগুলো দেখতে পান। পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘিঞ্জি ব্রাহ্মনপাড়ায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। গৃহকর্তা বিভাস মুখার্জি জানান, এদিন সকালে তিনি বাজার থেকে বাড়িতে ফিরে দেখেন পুলিশ। তার পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বোমা পুলিশ নিয়ে গেছে। কারা কি কারনে ওই ভগ্নদশায় পরিণত ঘরে বোমা লুকিয়ে রেখেছিল, তা জানি না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।