বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Barrackpore: মামুদপুর পঞ্চায়েতের কুলিয়াগড় থেকে প্রচুর নথি-সহ ধৃত মহিলা, পুলিশি ধামাচাপার অভিযোগে বিক্ষোভে সরব বিজেপি

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: মামুদপুর পঞ্চায়েতের কুলিয়াগড় থেকে প্রচুর নথি-সহ ধৃত মহিলা, পুলিশি ধামাচাপার অভিযোগে বিক্ষোভে সরব বিজেপিশিবদাসপুর থানার পুলিশ শুক্রবার রাতে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কুলিয়াগড় গ্রাম থেকে প্রচুর নথি-সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রুমা মজুমদার। স্থানীয়দের দাবি অনুযায়ী, পুলিশ ওই মহিলার ঘর থেকে একটি ট্রাঙ্ক ও একটি বস্তা ভর্তি নথিপত্র উদ্ধার করেছে। যদিও উদ্ধার হওয়া নথিপত্র কিসের, তা নিয়ে নিশ্চুপ শিবদাসপুর থানার পুলিশ। বিষয়টিকে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে শনিবার সকালে শিবদাসপুর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, ওই মহিলা টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত। যেখানে টেট কেলেঙ্কারির তদন্ত করছে ইডি ও সিবিআই, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে না জানিয়ে পুলিশ কেন ওই মহিলাকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করলো, তা নিয়েই প্রশ্ন তুললেন বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।