Breaking News

Barrackpore: পুরানো মেশিনপত্র বের করার অভিযোগে শ্রমিক বিক্ষোভ জগদ্দলের এআই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিটে

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: পুরানো মেশিনপত্র বের করার অভিযোগে শ্রমিক বিক্ষোভ জগদ্দলের এআই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিটে পুজোর বোনাস-সহ পি এফ ও গ্যাচুইটি প্রদানের ব্যাপারে কোনও আশ্বাস নেই। অথচ পুরানো মেশিনপত্র ট্রাকে করে বাইরে বের করা হচ্ছে। এই অভিযোগে ট্রাক আটকে বিক্ষোভ দেখায় জগদ্দলের এআই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিট। মিলের গেটে বিক্ষোভের পাশাপাশি তারা জগদ্দল থানার সামনেও বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, পুজো বোনাস নিয়ে এখনও নোটিশ দেয়নি মিল কর্তৃপক্ষ। উল্টে মিল থেকে মেশিনপত্র বাইরে বের করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে জগদল থানার ভারপ্রাপ্ত অধিকারিকের সঙ্গে কথা বলেন। ওই মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজ কুমার সিং বলেন, গ্যাচুইটি দেবার নাম করে আগে একবার প্রচুর মেশিনপত্র বাইরে বের করা হয়েছিল। এবারে পুজোর বোনাস নিয়ে এখনও কোনও আশ্বাস মেলেনি। তাই পুরানো মেশিনপত্র বাইরে বের করতে দেব না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।