দক্ষিণী সিনেমার ভক্তদের কাছে নতুন করে তানিয়ার পরিচয় দিতে হবে না। তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ইতিমধ্যেই গোটা সতেরো ছবি করে ফেলেছেন ২৬ বছরের এই নায়িকা। তার মধ্যে কয়েকটির শুটিং চলছে।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি তে ঝোড়ো ইনিংস খেলার পর এ বার বলিউডের ময়দানেও ঝড় তুলতে আসছেন তানিয়া I আপাততঃ অবশ্য কোনও বলিউডি ছবিতে নায়িকা হননি তিনি। তবে সলমন খানের ঘরের মানুষ আয়ুষ শর্মার ছবিতে একটি ‘আইটেম’ গানে সুযোগ করে নিয়েছেন তানিয়া।সলমনের আদরের বোন অর্পিতার স্বামী আয়ুষকে দেখা যাবে ‘এএস০৪’ ছবিতে। সব ঠিকঠাক চললে আগামী বছর মুক্তি পেতে পারে এই সিনেমা। সে ছবির জমাটি ঝলক মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। অ্যাকশনে ভরপুর ‘এএস০৪’-কে নিয়ে আশায় বুক বাঁধছেন খোদ আয়ুষ। আশাবাদী তানিয়াও।বিশেষজ্ঞদের মতামত , বি-টাউনে দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তানিয়ার। যদিও আয়ুষের ছবির সেই ‘আইটেম’ গানটি এখনও প্রকাশিত হয়নি। তবে দক্ষিণী ছবিতে তানিয়ার মোহময়ী রূপ যারা দেখেছেন তারা জানেন নায়িকার দক্ষতা I সেই জন্যই অভিনেত্রীর অনুরাগীরা আশায় বুক বেঁধেছেন।
Tags Tanya Hope