বেলুর ফাঁড়িতে চলছিল থানা সংস্কারের কাজ। আজ সকালবেলা যখন মজদুররা কাজ করতে আসেন, তখন গেট ভেতর থেকে বন্ধ পায় তারা ।খবর দেয় থানায় ,থানা থেকে অফিসাররা এসে দেখে যে সনাতন ঘোষ নামে সেই কনস্টেবল মাটিতে পড়ে রয়েছে। এবং তার মৃত্যু হয়ে গেছে ঘরের মধ্যে রাত্রি থেকে মরে পোড়ে রইল সই কনস্টেবল জানতে পারল না পুলিশ এই নিয়ে উঠছে প্রশ্ন ।যদিও প্রশ্ন উঠছে ঠিক সময় যদি সেই কনস্টেবল কে হাসপাতালে নিয়ে যাওয়া হতো হয়তো তাহলে বেঁচে যেতে পারত ।ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত কনস্টেবল এ দেহ। মৃতদেহ তদন্ত করছে বেলুড় থানার পুলিশ।
Belur: বেলুড় পুলিশ ফাঁড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার এক পুলিশ কনস্টেবল এর মৃতদেহ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া