বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Bengal under 17 WOMEN football team-Alipurduar: অনূর্ধ্ব সতেরো বাংলা ফুটবল মহিলা দলে সুযোগ পাওয়ায় প্রত্যন্ত গ্রামের তিন আদিবাসী কন্যাকে সম্বর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেস

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বনচুকামারি গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের আশা খড়িয়া,দীপিকা ওঁরাও ও পুষ্পিতা ওঁরাও অনূর্ধ্ব সতেরো বিভাগের বাংলা মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছেন। এলাকার এই তিন কৃতি কন্যাকে সম্বর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেসের বনচুকামারি অঞ্চল কমিটি। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক মতিলাল কুজুরের উদ্যোগে ও বনচুকামারি অঞ্চল তৃণমুল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, মতিলাল কুজুর সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। মতিলাল কুজুর জানান আদিবাসী পরিবারের এই তিন কন্যা বাংলা ফুটবল মহিলা দলে সুযোগ পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের সম্বর্ধিত করে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।