টেলিভিশনের ছোট পর্দায় যুদ্ধের দামামা বেজে গেছে Iস্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। এবার সকলকে চমকে দিয়ে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। লড়াইয়ে যে এই ধারাবাহিক এগিয়ে রয়েছে তার আভাস আগেই পেয়েছিল দর্শককূল। চলতি সপ্তাহে বেঙ্গল টপারের মুকুট উঠল লক্ষ্মী কাকিমার মাথায়।বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকার দিকে। কোন ধারাবাহিক এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে সেটা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। বরং সকলকে চমকে দিয়ে মিঠাই, ধুলোকণা, গাটছড়াকে হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।চলতি সপ্তাহেও (৮.২) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। (৭.৯)পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’। (৭.৭) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। (৭.৬) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ‘মিঠাই’ । (৭.৪) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘গাটছড়া’ ও ‘গৌরি এলো’। (৬.৩) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ । (৬.২) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক ‘উমা’ । (৬.১)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। (৫.৭) পয়েন্টে নবম স্থানে রয়েছে ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি ‘। (৫.৬) পয়েন্টে দশম স্থানে রয়েছে ‘ খেলনা বাড়ি ‘।মেগা সিরিয়ালের এই জমজমাট যুদ্ধে আগামী সপ্তাহে কে কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষায় আছে দর্শককূল।