শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Bhatpara: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে ভাটপাড়ায় উচ্চ পর্যায়ের আলোচনা

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Bhatpara: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে ভাটপাড়ায় উচ্চ পর্যায়ের আলোচনাব্যারাকপুর মহকুমার বরানগর ও ব্যারাকপুর পুরসভার পর রবিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভাটপাড়া পুরসভায় উচ্চ পর্যায়ের আলোচনা হল। উক্ত আলোচনা সভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল, ভাটপাড়ার চেয়ারপার্সন রেবা রাহা, উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ-সহ পৌর আধিধিকারিক ও জনপ্রতিনিধিরা। আলোচনা শেষে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী জানালেন, গোটা জেলাতেই ডেঙ্গুর প্রকোপ কমছে। ডেঙ্গু প্রতিরোধে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ডেঙ্গু মোকাবিলায় পুরসভার উদ্যোগে সন্তুষ্ট হয়েছেন জেলাশাসক। দেবজ্যোতি ঘোষের কথায়, ভাটপাড়া পুর অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত ১৮৮ জন। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।