ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি উৎসব দুর্গাপুজোয় পুরসভার সাফাই কর্মীদের পুজোর উপহার প্রদান করলেন ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। বুধবার বেলায় ওয়ার্ড অফিসে ৭০ জন সাফাই কর্মীর হাতে নয়া বস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর জ্যোতি পান্ডে এবং তাঁর স্বামী সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে, ওয়ার্ড সম্পাদক সুরেশ মাহাতো, বিশিষ্ট সমাজসেবী শীতল বর্মা, টিঙ্কু মন্ডল প্রমুখ। এদিন প্রিয়াঙ্গু পান্ডে বলেন, পাড়ার অলিগলি পরিষ্কার রাখেন সাফাই কর্মীরা। ওনারা কাজ বন্ধ করে দিলে সমাজ অসুস্থ হয়ে পড়বে। তাই সাফাই কর্মীদের যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। তাই বড় উৎসবে ওনাদের নতুন বস্ত্র উপহার দেওয়া হল।
Bhatpara: সাফাই কর্মীদের পুজোর উপহার ভাটপাড়ায়
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper