ষষ্ঠীর দিন সন্ধেয় ভাটপাড়ায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে। ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সংলগ্ন অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে।
হাজির ছিলেন পুরসভার জঞ্জাল বিভাগের সিআইসি সমর পাঠক। পুজোর উদ্বোধনের মঞ্চে এলাকার দুঃস্থ মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়। ৬ নম্বর ওয়ার্ডের শক্তি সংঘ ও ৭ নম্বর ওয়ার্ডের রথতলা উদয়ন সংঘের পুজোরও তিনি উদ্বোধন করে। দুই জায়গাতেই মহিলাদের নতুন শাড়ি দেওয়া হয়। ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর মিল গেট সন্নিহিত হনুমান জীর মন্দিরে শাড়ি বিতরণে তিনি হাজির ছিলেন। তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, মায়ের কাছে প্রার্থনা করছি, বাংলার এই মহান উৎসবে সকলের ভালো কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা করছি।
Bhatpara: ভাটপাড়ায় একাধিক পুজোর উদ্বোধন ও বস্ত্র বিতরণে তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper