আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে অক্টোবর মাসের শেষ দিনে রাষ্ট্রভাষা একতা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। এই ডাকে সাড়া দিয়ে ভুটানের ফুন্টশোলিং এ ভারতীয় কন্সুলেট জেনারেল কার্যালয়ের কর্মীরা আয়োজন করেন মানব শৃঙ্খল এবং দৌড়।
পাশাপাশি কন্সুলেট জেনারেল কার্যালয়ে একই দিনে পালন করা হয় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এই মহান স্বাধীনতা সংগ্রামী কে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মানব শৃঙ্খল রচনা করে এবং দৌড়ের মাধ্যমে একতা রক্ষার বার্তা দেওয়া হয়।
Bhutan: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে মানব শৃঙখল ও দৌড় অনুষ্ঠিত হল ভুটানের ফুন্টশোলিং এ ভারতীয় কন্সুলেট জেনারেলের দপ্তরে
রিপোর্ট : বিশেষ সংবাদদাতা , এই যুগ, ভুটান
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper