শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে মেলা করার দাবিতে বিশ্বভারতী উপাচার্যকে বোলপুর ব্লক ,শহর কংগ্রেস ও ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ হইতে ডেপুটেশন দেওয়া হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন কংগ্রেস কর্মীরা। ২০১৯ সালে শান্তিনিকেতনে পৌষ মেলা শেষ অনুষ্ঠিত হয়। চলতি বছরে ঐতিহ্যবাহিত পৌষ মেলা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না। এর আগে বিভিন্ন সংগঠন বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছেন কিন্তু কোন সদুত্তর মিলেনি। তাই সব মিলিয়ে চলতি বছরে ও শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহিত শান্তিনিকেতন পৌষ মেলা পূর্বপল্লী মাঠে মেলা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সকলের দাবি বিশ্বভারতী কতৃপক্ষের কাছে যাহাতে পূর্বপল্লী মাঠে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয়।
Santiniketan Birbhum: বিশ্বভারতীর উপাচার্যকে পৌষ মেলার করার জন্য ডেপুটেশন দিলো বোলপুর ব্লক ও শহর কংগ্রেস
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম