সিউড়ি থানার অন্তর্গত শালবনি গ্রামে ছবিলা খাতুন নামে এক লেডি কনস্টেবলের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বৃদ্ধাশ্রম। যেখানে অসহায় মায়েদের মাথা গোজার ঠাই করে দেওয়া হয়েছে। এই বৃদ্ধাশ্রমটির নাম দেওয়া হয়েছে স্বপ্নপুরী এক্সপ্রেস। যাতে করে এখানে আসা বৃদ্ধ মায়েরা তাদের ভেঙ্গে যাওয়া স্বপ্ন নতুন করে দেখতে পান।লেডি কনস্টেবল ছবিলা খাতুন এই বৃদ্ধাশ্রমটি তৈরি করার জন্য নিজের যে একটি চারচাকা গাড়ি ছিল তা বিক্রি করে দেন। সেটি বিক্রি করে তিনি প্রথম এই জায়গাটি কেনেন এবং এরপরই বীরভূম জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকদের সহযোগিতায় এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন। এখানে মোট ২৫ জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে বর্তমানে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে না পারার কারণে শুক্রবার ১০ জনকে এখানে জায়গা করে দেওয়া হয়। খুব তাড়াতাড়ি আরো ১০ জন এবং পরে আরো পাঁচজনকে জায়গা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Birbhum: সিউড়িতে তৈরি হল বৃদ্ধাশ্রম স্বপ্নপুরী এক্সপ্রেস
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper