থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ।বৃহস্পতিবার রামপুরহাটের একটি স্কুলের ছেলেমেয়েদের রক্তের নমুনা পরীক্ষা এবং পাশাপাশি তাদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত কোন ছেলে মেয়ে রয়েছে কিনা তার পরীক্ষা চলল বিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে। ইতিমধ্যে ঝাড়খন্ড থেকে প্রত্যেক সপ্তাহে প্রায় সাড়ে চারশ মত থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলেমেয়েরা এখানে চিকিৎসা করাতে আছে। কিন্তু আজ রামপুরহাট পৌরসভার অন্তর্গত প্রায় ২০০ জনের রক্ত পরীক্ষা করানো হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা জানান আমাদের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫০০ অধিক। কিন্তু ২০০ বেশি ছাত্র-ছাত্রীর রক্ত পরীক্ষা করানো হয়েছে। পরবর্তীকালে তিনি জানান আরও বিভিন্ন তারিখে বাকিদেরও রক্ত পরীক্ষা করানো হবে। ছাত্রছাত্রীরা প্রায়ই তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি। আগামীকাল যাদের খালেসেমিয়া কিম্বা অন্য কোন রোগ শরীরে বাসা বেঁধে আছে কিনা তারও রিপোর্ট জানিয়ে দেওয়া হবে প্রধান শিক্ষিকা এবং অবিভাবকদের। রামপুরহাট পৌরসভার অন্তর্গত এই স্কুলে পরিকাঠাম উন্নয়ন এবং স্বাস্থ্য বিষয় শারীরিকএই ধরনের অনুষ্ঠান আজ পর্যন্ত রামপুরহাটে খুব কমই হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা জানান এই ধরনের অনুষ্ঠান আমরা করেই যাব। এই রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে ছাত্র-ছাত্রীরা রোগগস্ত কিনা। এই ধরনের রক্ত পরীক্ষায় যদি কারো বড় ধরনের রোগ বহন করে তাহলে স্কুল থেকেই তার চিকিৎসা করা যাবে। বিদ্যালয়ের এই ধরনের সমাজ সচেতন বিষয়ক অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা মনে করতে পারছে না এই ধরনের অনুষ্ঠান কোন বছরে হয়েছিল? এর জন্য অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
Birbhum: থ্যালাসেমিয়া রোগীদের পাশে রামপুরহাট মেডিকেল কলেজ
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী, এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper