৭২ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভাটপাড়া মন্ডল-১ তরফে শনিবার সন্ধেয় কাঁকিনাড়ার কাছারি রোড গান্ধী মূর্তির পাদদেশে ঘোষপাড়া রোডে পথ চলতি মানুষজনের মধ্যে লাড্ডু বিলি করা হয়। বাইক, অটো ও টোটো থামিয়ে লাড্ডু বিলি করেন বিজেপি কর্মীরা। লাড্ডু বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সম্পাদক সুরেশ সাউ, মন্ডল-১ এর সাধারণ সম্পাদক জয় সাউ, মন্ডলের সম্পাদক যথাক্রমে বিশ্বজিৎ অধিকারী ও শম্ভু অধিকারী, মন্ডল-১ এর কোষাধ্যক্ষ মনি চক্রবর্তী। লাড্ডু বিলিতে অংশ নিয়ে বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী বলেন, বিশ্বকর্মা শিল্পকর্মের দেবতা। আর মোদীজী ভারত নির্মাণের নেতা। বিশ্বকর্মা পুজোর দিনই জন্মেছেন দেশের নেতা মোদীজী। ওনার জন্মদিন উপলক্ষে এদিন এক হাজার মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হল।
BJP Barrackpore: প্রধানমন্ত্রীর জন্মদিনে কাঁকিনাড়ায় হাজার লাড্ডু বিলি বিজেপির
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর