বিজেপির কুমারগ্রাম (BJP) বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের বুথ সশক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/১৫২ বুথে সশক্তিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিতকুমার ঘোষ,বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনিল মাহাতো, বুথ সভাপতি প্রদীপ কুমার দাস সহ জেলা, অঞ্চল, মন্ডল নেতৃত্ব ও শক্তিকেন্দ্র তথা বুথের কার্যকর্তাগন। সুনিল মাহাতো জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি বুথে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি।
BJP: বিজেপির কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের বুথ সশক্তিকরণ কর্মসূচি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার