Breaking News

BJP: বিজেপির কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের বুথ সশক্তিকরণ কর্মসূচি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

BJP: বিজেপির কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের বুথ সশক্তিকরণ কর্মসূচি বিজেপির কুমারগ্রাম (BJP) বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের বুথ সশক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/১৫২ বুথে সশক্তিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিতকুমার ঘোষ,বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনিল মাহাতো, বুথ সভাপতি প্রদীপ কুমার দাস সহ জেলা, অঞ্চল, মন্ডল নেতৃত্ব ও শক্তিকেন্দ্র তথা বুথের কার্যকর্তাগন। সুনিল মাহাতো জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি বুথে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।