Breaking News

TMC: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই কার্যকর্তা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

TMC: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই কার্যকর্তাবুধবার সকালে নিউল্যান্ডস চা বাগানে তৃণমূল ( TMC ) কার্যালয়ে এসে তৃণমূলে যোগ দিলেন বিজেপির দুই কার্যকর্তা। ( TMC ) এরা হলেন বিজেপির কুমারগ্রাম দুই নম্বর মন্ডলের এস টি মোর্চার সভাপতি পূর্ণ সিং তামাং, অপরজন হলেন বিজেপির চা শ্রমিক ইউনিয়নের নিউল্যান্ডস চা বাগানের শাখা সম্পাদক অজিত তামাং।তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক তাদের তৃণমূলের উত্তরীয় পরিয়ে দিয়ে দলে স্বাগত জানান। প্রকাশ চিক বরাইক জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দুই বিজেপি নেতার তৃণমুলে যোগদানের ফলে চা বলয়ে দলীয় শক্তি বাড়বে। বিজেপি ত্যাগী দুই নেতা জানান তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলেন। অপরদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান এই দুই জনের দল ত্যাগ দলের কোনো লোকসান হবেনা। এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃনমুলের ব্লক ও জেলা নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।