শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

BJP: জলপাইগুড়িতে বিজেপির উদ্বাস্তু সেলের বৈঠকে বিধায়ক অসীম সরকার

রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি

BJP: জলপাইগুড়িতে বিজেপির উদ্বাস্তু সেলের বৈঠকে বিধায়ক অসীম সরকারজলপাইগুড়ির ময়নাগুড়িতে (BJP) বিজেপি আয়োজিত শিলিগুড়ি বিভাগের উদ্বাস্তু সেলের বৈঠকে হরিনঘাটার বিধায়ক অসীম সরকার। (BJP)এদিনের বৈঠক অনুষ্ঠিত হয় ময়নাগুড়ির মাড়োয়ারি ধর্মসালায়! পঞ্চায়েত ভোটের আগে থেকে বিজেপি সর্বশক্তি দিয়ে যে ঝাপিয়ে পড়েছে তারই লক্ষন! রাজনৈতিক বিশ্লেষকদের মতে পঞ্চায়েত ও লোকসভা ভোটের একটি প্রধান ইশু করতে চলেছে সিএএ! এতে উদ্বাস্তু সমস্যা ইশুকে শান দিতে চলেছে বিজেপি।

মাতুয়া ও উদ্বাস্তু বাংলার এই দুটিকে একত্রিত করতে চলেছে! ফলে ভোটের বড় অংশ প্রভাব থাকবে। অন্য রাজবংশী নমসুদ্র সম্প্রদায়ের ভোট! আগামী পরিস্থিতি যাইহোক, সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে বিজেপি। এদিন উপস্থিত ছিলেন হরিনঘাটার বিজেপি বিধায়ক ও গায়ক অসীম সরকার, বিজেপি সাংসদ জয়ন্ত রায়, উত্তরবঙ্গ জোনের উদ্বাস্তু সেলে ডাঃ বাবুলাল বালা, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, সুকুমার রায়সহ অন্যান্যরা।

এদিনের একটা সময় সাংসদ ডাঃ জয়ন্ত রায় সাথে যুবমোর্চার পলেন ঘোষকে নিয়ে জেলার ময়নাগুড়ির মাধবডাঙ্গার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহত তরুনের বাড়িতে যান এবং সমবেদনা জানান। সব রকম সহযোগিতার কথা বলেন। অন্যদিকে জলপাইগুড়ির রাজগঞ্জে একটি বিজেপির সংযুক্ত মোর্চার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যকারিনী বৈঠক। জলপাইগুড়ি বিজেপি বিধায়ক সাংসদ জয়ন্ত রায়, জেলা সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম – ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী সহ মোর্চার নেতারা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।